মা-বাবা হারা এক অনাথ শিশু লামিয়া। বর্তমান বয়স ১৬ মাস। বাবা রেফায়েত উল্লাহ আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। মা রাজিয়া আক্তার মিম নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে শিশু লামিয়াকে দাদা-দাদির আশ্রয়ে রেখে পিত্রালয়ে চলে যান, তখন লামিয়ার বয়স মাত্র ৫ মাস। পুত্রশোকে কাতর কাউসার দম্পতি এখন ওই শিশুর পিতা-মাতা, দাদা-দাদি সবকিছু। দাদা কাওসার মিয়া চা বিক্রেতা, দাদি মোছা. হাসনা বেগম গৃহিণী। জন্মের পর লামিয়া বাবার স্পর্শ পেয়েছিল মাত্র ৪ মাস। বাবা এবং মায়ের আদর, স্নেহ ভালোবাসা উপলব্ধি করার মতো বয়স হওয়ার আগেই লামিয়া পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ বাবাকে হারিয়ে এখন এতিম।
গত বছর বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের প্রথম দিন ৩১ অক্টোবর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে বিএনপি নেতাকর্মী ও তার বন্ধুদের সঙ্গে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রেফায়েত উল্লা ‘র এবং সেখানেই পুলিশের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন।
রেফায়েত উল্লা ‘র শিশু সন্তানের ভরণ-পোষণের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন।
লামিয়ার হয়তো টাকা পয়সার অভাব হবেনা কিন্তু বাবা-মা’র অভাব? সে অভাবতো তো লামিয়ার জীবনে কোনদিন পূরণ হবেনা।
Leave a Reply