কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ জন। একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ৯ জন রোগিকে। সোমবার,১৪ অক্টোবর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১০ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৬৩ জন রোগি।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৩ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গতকাল রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১ জন, শনিবারে ৬ জন ও শুক্রবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২ জন। এ হিসেবে সোমবার ২২ জনের ডেঙ্গু আক্রান্তের খবরকে অবনতিশীল বলাই যেতে পারে।
জেলায় ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যু হয়নি।
Leave a Reply