1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

মহানবী( সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও সেই বক্তব্যকে বিজিপির এক নেতার সমথর্ন দেওয়ার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার এলাকায় গুণধর ইউনিয়ন সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তৌহিদি জনতা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন,গত অগাস্ট মাসে রাসুল( সা.)কে নিয়ে কটুক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমথর্ন দেন বিজেপির বিধায়ক নীতিশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার করেনি।এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা।তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)কে মহানবীর( সা.) কে অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বসবাস করলেও বিছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত উসকানি দেয়। তারা অপপ্রচার চালায়,বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নেই। হিন্দুরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেনা। অথচ ভারতে হিন্দু সংখ্যালঘু  মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে আসছেন। স্বাধীনভাবে তাঁরা ধর্ম পালন করতে পারেন না। মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির জন্য ভারতকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।

এসময় বক্তব্য রাখেন উরদিঘী দাখিল মাদরাসা সহকারী সুপার নূরুল ইসলাম,মাওলানা আবু তাহের, মাওলানা আজাহারুল হক,মাওলানা আবু বক্কর সিদ্দিক,মো:দুলাল,দিদারুল হক,মোজাম্মেল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং