1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান । এছাড়া তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর  দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ।
পাকুন্দিয়া রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রতিনিধি দল অংশগ্রহণ করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন।
একাডেমি সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে  উপস্থিতি সভা শুরুতেই জেলা প্রশাসকের আহ্বানে উন্মুক্ত হাউজে আলোচনায় আংশগ্রহনের করেন বি.এন.পি, জামায়েত ইসলামি, হেফাজত ইসলাম,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাংবাদিক ও অন্যান্য সুধী সমাজের প্রতিনিধিগণ।
আলোচনায় দেশের আইনশৃঙ্খলা অবস্থা, হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি, ট্রাফিক সিস্টেম ও পরাজিত শক্তির বিভিন্ন অপতৎপরতার কথা গুরুত্বের সাথে উঠে  আসে।
মতামত শোনার পর জেলা প্রশাসক সকলের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুমরা আশা ব্যক্ত করেন ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি করেন।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের শিক্ষাবৃত্তি ও ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং