1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ক্লাস-পরীক্ষা বর্জন করে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

রায়হান জামান
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার,  ১১ সেপ্টেম্বর দুপুরে  হয়বতনগর ফিসারী রোড মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার ব্যবস্থাকরণসহ ৫ দফা দাবি প্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীদের মধ্যে আশরাফুজ্জামান বলেন, আমরা বহুবার আন্দোলন করেছি। বার বার আশ্বাস পেয়েছি ফল পাইনি। সাধারণ শিক্ষায় শিক্ষিত সনদধারীদের চাকুরিতে আবেদনের সুযোগ রহিতকরণ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকুরিতে আবেদনের যোগ্যতার সামঞ্জস্য রাখতে হবে। অন্যান্য ডিপ্লোমার ন্যায় কৃষি এবং ইঞ্জিনিয়ারিং দশম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারী একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগের দাবিও জানান তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং