1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উজ্জল কুমার সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই স্লোগান নিয়ে আইবিবিপিএলসি, হোসেনপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪।

সোমবার, ৯ সেপ্টেম্বর ব্যাংক প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক এ ডি এম মুহিববুল্লাহ। সভাপতিত্ব করেন হোসেনপুর শাখা প্রধান মো. মুবীনূল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শাখার ম্যানেজার অপারেশন্স মোঃ ফজলুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপনের নানাবিধ গুরুত্ব দিয়ে বলেন, গাছ লাগানো একটি সদকায়ে জারিয়ার কাজ। কাজেই প্রত্যেকেই বৃক্ষরোপন করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।  সভাপতি তার বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতি বছর বর্ষা মৌসূমে সারাদেশে একযোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় হোসেনপুর শাখায় ১৩৫০ জন সদস্য ও সদস্যাবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং