1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

কুলিয়ারচরে নতুন ইউএনও সাবিহা ফাতেমাতুজ-জোহরা

কায়সার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা কর্মস্থলে যোগদান করেছেন। 
সোমবার, ১৯ অগাস্ট সকাল ১০ টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করে দ্বায়িত্ব পালন শুরু করেন।
কুলিয়ারচরে যোগদানের আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। মোহনপুরের ইউএনও হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উপ-পরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয়) দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি ৩৪ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন। উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বর্বানন্দ ইউনিয়নে জন্মগ্রহন করেন তিনি।
নব-যোগদানকৃত ইউএনও সাবিহা ফাতেমাতুজ-জোহরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে তিনি তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শুরু করেন। কুলিয়ারচরের ইউএনও হিসেবে যোগদানের পর তিনি উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের প্রশাসন, সাংবাদিক ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
গত ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা’র উপপরিচালক (সংস্থাপন) মো.নাসিম আহমেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমকে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
গত ১৮ আগস্ট রবিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত এক পত্রমূলে তাঁকে তার নিজ কর্মস্থলে যোগদানের নিমিত্ত বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করলে গত ১৮ আগস্ট ফারজানা আলম তাঁর দায়িত্বভার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা এর নিকট হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং