1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

নান্দাইলে ১৩ বছর যাবত পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অবৈধ উপায়ে ১৩ বছর যাবত দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রসা অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযোগটি উঠেছে নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বর্তমান সদস্য মাও. আব্দুল হাইয়ের বিরুদ্ধে। জানা গেছে, বিগত ২০১১ সনে নান্দাইল উপজেলায় আলিম পরীক্ষা কেন্দ্র (কোড নং ২০২)এ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যক্ষ মাও. আব্দুল হাই। কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা করায় তৎকালীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাজমুল হুদা’র স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অধ্যক্ষ আব্দুল হাইকে অব্যাহতি প্রদান করেন এবং বোর্ড থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের পাবলিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য লিখিত বার্তা প্রদান করা হয়। এর পরবর্তী সময়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনের কোন নির্দেশনা না পেলেও অবৈধ উপায়ে ২০১২ সাল থেকে একের পর এক পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একপর্যায়ে ২০২৪ সনে চলমান আলিম পরীক্ষা কেন্দ্রেও অধ্যক্ষ আব্দুল হাইকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালনের বিষয়টি পরীক্ষার্থীদের অভিভাবকসহ অভিজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের বর্তমান দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ আব্দুল হাইকে বিষয়টি অবহিত করেন। পরে অধ্যক্ষ আলিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান এবং অব্যাহতি নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন বলে এই প্রতিবেদককে সেলফোনে জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল হাই।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং