1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

কুলিয়ারচরে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনকে ফুল দিয়ে বরণ

কায়সার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনকে ফুল দিয়ে বরণ করা হয়।

বৃহস্পতিবার, ১১জুলাই সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম সভা শুরু হওয়ার আগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। 

শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলমকে এবং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লিপি আক্তারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। 

বরণ পর্ব শেষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন এর সভাপতিত্বে প্রথম সভা শুরু হয়। এ সময় পৌর সভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরীফ, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং