1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
oppo_0

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নিরীহ কৃষক আ. হেলিম (৬৫) হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। একই সাথে মামলার বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেয়াসহ হত্যা মামলার ২নং আসামি হাদিস মিয়া ও ৩নং আসামি আলম মিয়াকে মামলার চার্জশীট থেকে বাদ দেওয়ার পায়তারার অভিযোগ তুলে ধরেন।

বুধবার, ১০ই জুলাই হত্যা মামলার বাদী, পরিবার ও এলাকাবাসীর আয়োজনে নান্দাইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মামলার বাদী আবু বক্কর সিদ্দিক শাহিন লিখিত বক্তব্য পাঠ করেন।  হত্যা মামলার সুবিচারের জন্য ময়মনসিংহ পুলিশ সুপারসহ যথাযথ উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাদীর পরিবার ও এলাকাবাসী। আসামি ও আসামিদের লোকজনের ভয়ে মামলার বাদী ও বাদীর পরিবার বর্তমান বাড়ি ছাড়া।

উল্লেখ্য গত ২০২৩ সালের ৮ ডিসেম্বর সকালে পুর্ব শত্রুতার জেরে হত্যা মামলার ১নং আসামি বুলবুল মিয়া (৩৫), হাদিস মিয়া (৪৭) ও আলম মিয়া (২২) সহ অজ্ঞানামা আরও ২/৩জন আসামি পূর্বপরিকল্পিতভাবে নীরিহ কৃষক আ. হেলিমকে ঝাউগড়া গ্রামে নরসুন্দা নদীর কিনারায় ধানের বীজতলায় একা পেয়ে নির্মমভাবে হত্যা করে বলে মামলা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং