কিশোরগঞ্জে এতিম অসহায় শিশুদের মাঝে ফল বিতরণ ও ফল আহার উৎসব করেছে আন্তজার্তিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ।
সোমবার, ৮ জুলাই বিকালে জেলা শহরের নগুয়া এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) এ এই ফল বিতরণ ও ফল আহার উৎসব অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক এতিম শিশু অংশ নেয়। ফল আহার উৎসবে আম, কলা, পেয়ারাসহ বিভিন্ন ফল এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। ফল পেয়ে আনন্দিত হয় এতিম শিশুরা।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক মোছা:সালমা খানম, এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ সালাহউদ্দিন মিঠু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. রাশেদুল হক রবিন, সাবেক প্রেসিডেন্ট এপে. এডভোকেট আনিসুর রহমান, সাবেক প্রেসিডেন্ট এপে. শাকির আলম, সেবা পরিচালক এপে. আব্দুল্লাহ সাদেক, সদস্য এপে. আশরাফুল ইসলাম তুষারসহ আরো অনেকেই।
এ সময় শতাধিক এতিম শিশুদের মাঝে বিভিন্ন ফল বিতরণ করা হয়। পরে এতিম শিশুদের নিয়ে ফল আহার উৎসব উদযাপন করা হয়।
Leave a Reply