কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মুস্তাকিম ভূঁইয়া (১৪) নামে এক ছাত্র নিহত হয়েছে।
রবিবার, ২৬ মে সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুস্তাকিম চন্ডিপাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে। সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনে একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানা ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম) জানান, গাড়ির ড্রাইভার আটক আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply