কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং বাছাইয়ে ৯ জন ৯ জনই বৈধ হয়েছিলেন। তাদের মধ্যে থেকে চেয়ারম্যান প্রার্থী করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন,ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য ৮ জন প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:হান্নান মোল্লা, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন,আওয়ামী লীগ নেতা ডা:সোহাগ মিয়া, শফিউল আলম জনি,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক, আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূঁইয়া,ফজলুর রহমান রাজু।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক ছাত্র লীগ নেতা রফিকুল ইসলাম রাসেল,গোলাম মোহাম্মদ সুজন,মঞ্জিল মিয়া,জামাল উদ্দিন ফকির।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির নেত্রী মোছা:আছমা আক্তার,সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী দিলোয়ারা বেগম,রিনা আক্তার,রেজিয়া পারভীন।
Leave a Reply