গাজায় নির্বিচারে মানুষহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া তীব্র হওয়ার সাথে সাথে ইসরায়েলকে সামরিক সহায়তার জন্য জার্মানির বিরুদ্ধে একটি মামলায় আন্তর্জাতিক বিচার আদালত তার রায় ঘোষণা করেছে। রায়ে জার্মানীকে দোষী ঘোষণা করে ইসরায়েলকে সকল প্রকার সামরিক সহায়তা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গত ১১ দিনে ৯শ’ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এতে করে আমিরিকান তরুণ প্রজন্ম আরো বেশী করে বিক্ষোভে যুক্ত হচ্ছে।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৫৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৭ হাজার ৭০৪ জন আহত হয়েছেন ৷ ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯।
আল জাজিরা থেকে অনুদিত
Leave a Reply