1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

সেবার মানে কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ার, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
ভৈরব: সেবার মানে জেলায় প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 

উন্নয়ন আর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের ভেতর-বাইরের সার্বিক পরিবেশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বুলবুল আহম্মদ এর সুদক্ষ নেতৃত্ব, সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং অক্লান্ত পরিশ্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দিন দিন উন্নয়ন হচ্ছে। সাধারণ মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে এবং নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার মান।

এরই প্রমাণ চলতি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হেলথ সিস্টেম স্কোররিং-এ (যাবতীয় সেবার মানদণ্ড নির্ণয় করে) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ জেলায় ১ম স্থান অধিকার করে। শুধু তাই নয় ঢাকা বিভাগে ৪র্থ এবং সমগ্র বাংলাদেশে ২৪তম স্থান অর্জন করেছে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বুলবুল আহম্মদ বলেন, এ অর্জন আমার একার নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎসক ও স্টাফবৃন্দসহ সমগ্র ভৈরববাসীর। তিনি এ হাসপাতালের মানোন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং