কিশোরগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার, ১৯ এপ্রিল সকালে “কৃষক বাচাঁও দেশ বাচাও” এ শ্লোগানে জেলা কৃষক লীগের উদ্যোগে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল। এসময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনার আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আক্তারুজামান শিপন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, মো. আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, দপ্তর সম্পাদক দীপক দাস, প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনকের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরিফ।
Leave a Reply