কিশোরগঞ্জের করিমগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না সংশ্লিষ্ট এলাকার সুবিধাভোগিরা। এসব এলাকায় অবস্থিত বেশির ভাগ কেন্দ্রই নির্ধারিত সময়ের পর খোলা হয় এবং সময়ের আগের তালা ঝুলিয়ে দেয়া হয়।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রত্যেকটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু এই কেন্দ্রের এই কেন্দ্রের বিষয়ে স্থানীয় মানুষদের পর্যাপ্ত ধারণা না থাকায় আশানুরূপ সাড়া জাগাতে পারেনি পরিবার পরিকল্পনা বিভাগ।
অন্যদিকে স্বাস্থ্য বিভাগের দাবি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধসহ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিয়মিত দেয়া হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রগুলো খোলা হয় ১০ টায় আর বন্ধ হয়ে যায় ১ টার আগেই। তাই অনত্র চিকিৎসা নিতে হয় রোগীদের। এ অবস্থায় প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। সরকারিভাবে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো থেকে বিনামূল্যে গর্ভবতী সেবা, স্বাভাবিক প্রসব সেবা,গর্ভোত্তর সেবা, শিশুদের স্বাস্থ্য সেবা, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ ও জন্মনিয়ন্ত্রণ পিল প্রদানসহ মোট ২৭ টি সেবা প্রদান করার কথা থাকলেও বেশিরভাগ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের।
Leave a Reply