কিশোরগঞ্জের ভৈরবে সাইবার অপরাধ বিরোধী অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. সারোয়ার মিয়া(১৯) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ঝগড়ারচর এলাকার মো. কালাম মিয়ার ছেলে।
শুক্রবার, বেলা ১১টার দিকে সাইবার অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতিসহ তাকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড (সিদ্দিরচর রোড) এলাকাস্থ “মা-বাবার দোয়া টেলিকম”থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৭৪ টি অবৈধ মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, IMEI নম্বর পরিবর্ত কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা টাকা, ১ টি ডেক্সটপ কম্পিউটার, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, ১টি হার্ড ডিক্স ড্রাইভ, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা, নগদ- ৪৮ হাজার ৬শ’ টাকা, ১টি ডিভিডি রাইটার, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা টাকা ও ১টি IMEI নাম্বার পরিবর্তন করার ডিভাইস, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সর্বমোট ১২ লাখ টাকা টাকা।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply