1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও এ উপলক্ষ্যে সাংস্কৃতিক পরিবেশনা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৬ মার্চ দিনব্যাপী করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পবিত্র কোরআন তিলোয়াত,গীতা পাঠ,জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন সহ আরো নানা কর্মসূচি পালনের মাধ্যমে বণার্ঢ্য আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের নির্বাহী কমিটির সভাপতি রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মইনুজ্জামান অপু,জেলা পরিষদের  সদস্য মো. কামরুজ্জামান,করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,খ,ম সিদ্দিক দুলাল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ,শাহজাহান কবির এবং শরাফ উদ্দিন লস্কর পারভেজ।

অনুষ্ঠানমালায় আরো উপস্থিত ছিলেন জারইতলা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল,বীর মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন ছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের পরিচালনা কমিটির ব্যবস্থাপক নিখিল চন্দ্র ঘোষ এবং অধ্যক্ষ ও পরিচালক মো. মোবারক হোসেন।

এ উপলক্ষে করগাঁও উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চপাস্ট, বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাদ্য যন্ত্রের তালে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন । প্রতি বছরের ন্যায় জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,অভিবাবকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত থেকে ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং