কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতি চেষ্টা মালার আরো চার আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
মঙ্গলবার, ৫ মার্চ ভোর পৌনে ৫টার দিকে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি এলাকার কিশোরগঞ্জ টু গাজীপুর হাইওয়ে রোডস্থ টোক ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজনের মধ্যে, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামে মৃত ইমাম উদ্দিন ছেলে বাবু(২৬), ঝাউগারচর গ্রামে হাসানের ছেলে সাব্বির হোসেন(২২), এগারসিন্ধুর গ্রামে জহির মিয়া ছেলে আশরাফুল(১৯), একই গ্রামে হাবিবুর রহমান ছেলে আরিফ মিয়া (১৯)।
এর আগে গত শনিবার, ২ মার্চ ভোর তিনটার দিকে এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি সাকিনস্থ কিশোরগঞ্জ টু গাজীপুর হাইওয়ে রোডস্থ টোক ব্রিজের উত্তর পাশের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে পাকুন্দিয়া থানা পুলিশ সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেফতার করে।
পরে এ বিষয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অপর তিন আসামিকে গ্রেফতার করা হয় বলে বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু।
গ্রেফতার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply