কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে মো. শাহিন মিয়া(২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নসিরনগর উপজেলার মাছমা এলাকার মো. শামছুল হকের ছেলে, মাছুম মিয়া(২৭) একই উপজেলা শ্রীঘর এলাকার নাসির মিয়ার ছেলে ও উজ্জ্বল মিয়া(২৯) একই উপজেলার ভলাকুটকান্দি এলাকার জুরু মিয়ার ছেলে।
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজিতপুর উপজেলার চেংগাটি গ্রামের এমপির ঘাট এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিগণ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
এ বিষয়ে বাজিতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply