ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারস্থ শিশু মেলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিন্ডারগার্টেনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও কুরআন ত্বেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল।
শিশু মেলা কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক আনোয়ার কামাল রূপনের সভাপতিত্বে ও সাংবাদিক শাহজাহান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রিপন মাস্টার, গাংগাইল ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান নপু, বন্ধু মহল শান্তি সংঘের সহ-সভাপতি আজহারুল ইসলাম হীরা, সাংবাদিক মাহবুব আলম, ডা. শাহজাহান মিয়া, মো. কামরুল হাসান, নাসিমা আক্তার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষিকা হালিমাতুস সাদিয়া উষার দিনব্যাপী ক্রীড়া পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় কিন্ডারগার্টেনের শিক্ষক কামরুন্নাহার লিপি, সাবিকুন আক্তার জুলফা, হাফসা আক্তার স্মৃতি, স্বপ্না আক্তার ও স্বর্ণা আক্তার লাবনিসহ শিক্ষার্থী ও অভিাভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply