ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, চুরি, চাঁদাবাজি, রাত ১০টার পর অটো চলাচল বন্ধ, সিএনজি- মাহেন্দ্র পরিবহণে ভাড়া বৃদ্ধি রোধ, মহাসড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন সম্পর্কিত গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে উপজেলায় বিশেষ অভিযান পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সে ক্ষেত্রে তিনি গণমাধ্যম কর্মীসহ সকল জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, উপজেলা সদরে আইন শৃঙ্খলা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অবিলম্বে বাজার ব্যবসায়ী মহল ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক আহবান করে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদ উল্লাহ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম আল আমিন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন রানাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও কমিটি অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply