কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ এর সঙ্গে ইটনা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মো. রওশন আলীকে সভাপতি ও মো. রুকনুদ্দীন ভূঞাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনঃগঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাধনা নাথ, সহ-সভাপতি, সুধাংশু বর্মন, সদস্য টিপন আক্তার, প্রদীপ কুমার পাল, পারভীন আক্তার, মো. তাজুল ইসলাম, মৌলভী সিরাজুল ইসলাম আতশি।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদ্য সাবেক সভাপতি মো. ফজলুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, আলহাজ্ব মেহের উদ্দিন প্রমুখ।
Leave a Reply