
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. আব্দুল্লাহ (৩৭) ভৈরব উপজেলার তাতারকান্দি এলাকার মৃত আনার মিয়ার ছেলে।
শুক্রবার, ১০ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের আমলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply