
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত “এই প্রতিপাদ্যকে সামনে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
র্যালিতে হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পন্ডিত, সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, সাংবাদিক মো: জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, নার্স, কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply