
ঈদের ছুটি শেষে আবারো সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আগামী রবিবার, ৬ এপ্রিল থেকে এই পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। স্মার্ট কার্ডধারী ৬০ লাখ পরিবার ছাড়াও সাধারণ জনগণও এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।
রাজধানী ঢাকার ৫০টি স্পটে, চট্টগ্রাম শহরের ২০টি স্পট ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ শ্রমঘন জেলাগুলোতে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
টিসিবির এসব ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি করে চিনি কিনতে পারবেন।
টিসিবি ট্রাকের পণ্যের মধ্যে ভোজ্য তেল প্রতি লিটার ১শ’ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা কেজি করে কিনতে পারবেন ক্রেতারা।
Leave a Reply