দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার, ১০ই মার্চ সকাল সাড়ে দশটায় ইটনা উপজেলা পরিষদ মাঠে ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণ কিভাবে গ্যাস সিলিন্ডার এর ও অন্যান্য আগুন নিভাতে হয় তার মহড়া প্রদর্শন করার পর ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক সংক্ষিপ্ত আলোচনা করেন।
পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণের পর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ইটনা উপজেলা আনসার ভিডিপি অফিসার হারুন অর রশিদ, ইটনা উপজেলা বিআরডিবি অফিসার ইলিয়াছ হোসাইন, ইটনা উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
Leave a Reply