কিশোরগঞ্জ ও করিমগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের দুটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে শেখ মো. মুসা(২৮) বাগেরহাট জেলার রামপাল উপজেলার আদমপুর এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে, মো> ছমির(৩৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আদমপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ও আল আমিন(২৭) একই এলাকার আব্দুল বাছিরের ছেলে।
শুক্রবার, ৭ মার্চ দুপুর পৌনে ২টার কিছু আগে করিমগঞ্জ উপজেলা বালিখোলা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ শেখ মো. মুসাকে গ্রেফতার করা হয়। অপর দিকে পৃথক এক অভিযানে একই দিন বিকেল পৌনে ৪টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো.আল আমিন ও মো. ছমিরকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
Leave a Reply