1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ ও করিমগঞ্জে পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ ও করিমগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের দুটি আভিযানিক দল।

গ্রেফতার তিনজনের মধ্যে শেখ মো. মুসা(২৮) বাগেরহাট জেলার রামপাল উপজেলার  আদমপুর এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে, মো> ছমির(৩৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আদমপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ও  আল আমিন(২৭) একই এলাকার আব্দুল বাছিরের ছেলে।

শুক্রবার, ৭ মার্চ দুপুর পৌনে ২টার কিছু আগে করিমগঞ্জ উপজেলা বালিখোলা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ শেখ মো. মুসাকে গ্রেফতার করা হয়। অপর দিকে পৃথক এক অভিযানে একই দিন বিকেল পৌনে ৪টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো.আল আমিন ও মো. ছমিরকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং