1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

নান্দাইলে রসের মিষ্টি শপকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে রসের মিষ্টি শপকে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার, ৬ মার্চ দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের উপস্থিতিতে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সরজমিন পরিদর্শনে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী ধ্বংস করা হয় এবং ওই শপের পরিচালক আবু বক্কর সিদ্দিককে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।

পাশাপাশি স্থানীয় কয়েকটি মিষ্টির দোকানেও মেয়াদোত্তীর্ণ খাবার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সকলকে সতর্ক করা হয। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকগণ পালিয়ে যান। বর্তমানে রসের মিষ্টি শপটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ভ্রাম্যমানণ আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নয়, ভোক্তার অধিকার নিশ্চিত করণে এ ধরনের অভিযান সব সময়ে অব্যাহত থাকবে। আর এ জন্য ভোক্তা জনসাধারণকেও সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং