একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিশোরগঞ্জ জেলা শহরের অন্যতম বিদ্যাপিঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন রঙে ও আলোয় সজ্জিত করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীবের উদ্যোগে জেলা শহরের অন্যতম বিদ্যাপিঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে নতুন রঙ এবং অল্পনার চিত্র অঙ্কন করা হয়েছে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২১শের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে এই মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিদ্যালয়ের শহিদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গুরুদয়াল সরকারি কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক মো. শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা শহিদ জিয়া পরিষদের শাখার সাবেক সভাপতি এসানুল হক তারেক।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব বলেন, ফেব্রুয়ারির একুশ তারিখ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বায়ান্নর এক রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার, যা আমাদের স্বাধীনতার সংগ্রামের দুর্বার প্রেরণা হিসেবে কাজ করেছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা মোসাদ্দেক আকাশ,ইউনূস,অভিসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply