ময়মনসিংহের ত্রিশালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলায় এজাহারভূক্ত আসামি ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
বুধবার, ১২ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৬ জন হলেন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), ত্রিশাল পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রুবেল সরকার, জিআর মামলায় সাজাপ্রাপ্ত স্বপন, সিআর মামলায় সাজাপ্রাপ্ত মো. রুবেল মিয়া ও সুমন মিয়া।
ত্রিশাল থানা পুলিশ বিডিচ্যানেল ফোরকে জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা থেকে গ্রেফতার করা হয়, এছাড়া আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply