ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার সোহাগী ক্লাস্টারের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ টি ইভেন্টে ২৪০জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট যেমন দৌড়, উচ্চলাফ, লংলাফ, অংক দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট বল নিক্ষেপসহ আরো বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদিও অনুষ্ঠিত হয়।
সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, পূর্ব জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ খান।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সুটিয়া, কুমারুলী, দরগাপাড়া, ঘাগড়াপাড়া ও মাকরঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুর রশিদ ভুঁইয়া, কল্পনা সাহা, ফেরদৌসি বেগম ও বন্ধনা রানী পাল।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সত্যিই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার পথ প্রদর্শন করেছে এবং সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
Leave a Reply