1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

জাল দলিল তৈরির মূল হোতা আলমগীর বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার, ১০ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার, ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল দলিল, সরকারি বিভিন্ন ২০ কর্মকর্তার ৬২ টি সিলসহ আবুল মুনছুরের ছেলে আলমগীর হোসেন (৩১) কে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, তিনি ও তার চক্রের সদস্যরা টাকার বিনিময়ে নতুন জাল দলিলসহ দলিলের ভেতরে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এমন সব জমিতে যে ব্যক্তি জমির মালিক নন তাকে ঐ জমির মালিক বানিয়ে দিতেন।

এছাড়াও জমির নামজারি করার ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যাদের জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিতেন এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদার বানিয়ে দিতেন আলমগীর ও তার সহযোগিরা। আসামির সাথে আরও সক্রিয় ৪ সদস্য রয়েছে, তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

অভিযানকালে আলমগীরের বাড়িতে তল্লাশি করে ৮ টি জাল দলিল, ৩৬ টি খোলা রাবার সিল, ২ টাকা থেকে ১০০ টাকা মূল্যের ১৭৮ টি স্ট্যাম্পের পাতা এবং জাল দলিল তৈরির ১৫০ পাতা কাগজ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং