নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে পুড়ে ছাই ২টি বসতঘর ও ১১টি দোকান। গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার নলচিরা ঘাটের আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সোয়া ১২টার দিকে আফাজিয়া বাজারের একটি খোলা তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের মানুষজন এগিয়ে এসে প্রথম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। সেখান থেকে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে চারটি চায়ের দোকান, একটি ওষুধের, একটি আসবাবের, একটি স্টেশনারি ও কসমেটিকসের, দুটি সেলুন ও দুটি মুদিদোকান পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে গেছে বাজারসংলগ্ন দুটি বসতঘর।
Leave a Reply