কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ শাখার উদ্যোগে এক গণ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার,২৮ ডিসেম্বর সকাল ৯টায় করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নাজিম উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক সমিতির জেলা সভাপতি প্রফেসর আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী রিয়াদী, এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসলেহ উদ্দিন সুমন।
সমাবেশে বক্তারা ইসলামি মূল্যবোধ ও সমাজের নৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান।
Leave a Reply