
কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ২৭ ডিসেম্বর বিকেলে উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শিমুলিয়া প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আয়োজনে শিমুলিয়া দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা অসহায়,গরীব, ও প্রতিবন্ধীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন- আশরাফুল ইসলাম প্রধানী, সাংবাদিক এম সাঈদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সমাজ সেবক এমদাদুল হক গোলাপ, বিএনপির সাবেক সভাপতি রাফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফালু মিয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম, মাদ্রাসা মুহতামিম হাফেজ মুফতি আবু হানিফ , প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা খন্দকার মো. দিদারুল হক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রবাস থেকে শিমুলিয়া প্রবাসী মানব কল্যাণের সংগঠনের সভাপতি জালাল উদ্দিন।
সংগঠনটির উপদেষ্টা ইমরুল হাসান বলেন, এটি একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। ইতিমধ্যে এতিমদের সহায়তা করা, হতদরিদ্রদের শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রীতি খেলাধুলার আয়োজনসহ হতদরিদ্রদের অবকাঠামো নির্মাণ কাজে সহায়তার উদেশ্যে আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।
Leave a Reply