
কিশোরগঞ্জে এই প্রথম শুরু হয়েছে তিনদিন ব্যাপি আলমগীর হোসেন সিটি আবাসন মেলা।
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গাইটাল পেট্রল পাম্প সংলগ্ন স্কাই টাচ প্রকল্পের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন সলিউসন নেস্ট বিডি’র চেয়ারম্যান রাবেয়া বেগম।
মেলায় আলমগীর হোসেন সিটি ছাড়াও আবাসন নির্মাণ সামগ্রীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই আবাসন মেলায় অংশ নিয়েছে। শহরের গাইটাল এলাকার স্কাই টাচ প্রকল্পের দ্বিতীয় তলায় আয়োজিত এই আবাসন মেলা ১৯ ডিসেম্বর থেকে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
আলমগীর হোসেন সিটির সহযোগী প্রতিষ্ঠান সলিউসন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মেলা আয়োজক কমিটির সভাপতি শফিকুল আলম শিপলু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বিভিন্ন আবাসন প্রকল্পের বিষয়ে উপস্থিত সূধীজনদের বিস্তারিত অবহিত করেন।
Leave a Reply