কিশোরগঞ্জের ভৈরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকসায় থাকা ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
সোমবার, ১৬ ডিসেম্বর সকাল ৯টার কিছু পরে ভৈরব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঢাকা থেকে ভৈরবগামী দুটি কাভার্ড ভ্যান সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকসাকে পিছন থেকে ধাক্কা দিলে রিকসায় থাকা চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে দুজনের সনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন, অটোরিকসার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। অটোরিকসার চালক শাহিন মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামে।
দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া বিডিচ্যানেল ফোরকে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকসা ও কাভার্ড ভ্যান দুটি থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply