কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে চিত্রপ্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪ ডিসেম্বর দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি কলেজে এ চিত্রপ্রদশর্নী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাঈম,সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব আহমেদ, সদস্য সচিব মো. রিমন মিয়া সহ হোসেনপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার দাবি জানান।
Leave a Reply