ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ গ্রামে মনোরম পরিবেশে স্থাপিত খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্ণিং বডির সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য নাসের খান চৌধুরী। সমাবেশের শুরুতেই নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক চার বারের সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া প্রভাষক জিয়া উদ্দিন শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক আনিসুল হক ভূইয়া, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, সাবেক অধ্যাপক মনিরুজ্জামান খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মাসুম খান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, সাবেক কোষাধ্যক্ষ আবুল কাসেম বিডিআর, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল্লাহ ভূঁইয়া, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাস্টার, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।
এ সময় খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply