কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের দুই নারীসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে মোছা- রুমা আক্তার ইতি (২৬) কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ ভাসানিয়াপাড়া এলাকার বাদল চৌধুরীর চৌধুরীর স্ত্রী, বৃষ্টি চৌধুরী (২১) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা এলাকার সাব্বির রহমানের স্ত্রী ও মো. আকরাম চৌধুরী (২৩) নীলগঞ্জ ভাসানিয়াপাড়া এলাকার বাদল চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ ভাসানিয়াপাড়া এলাকার পলাতক আসামি বাদল চৌধুরীর বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply