কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া বাজারে মিঠামইন থানার উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৫ডিসেম্বর উপজেলার ঘাগড়া বাজারে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সংমা , মিঠামইন সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর এস এম সাকিব,নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, এ পি পি অ্যাডভোকেট সায়েম মজুমদার, ঘাগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোতালেব, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ভূঁইয়া, বিএনপির স্থানীয় নেতা তফসির খান প্রমুখ।
এ সময় বক্তারা জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিয় ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সকল অভিভাবককে তাদের ছেলে মেয়েদের ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
Leave a Reply