
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. তাজুল ইসলাম (২৪) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়াখেল এলাকার মোহাম্মদআলীর ছেলে ও ডালিম আহাম্মদ (৩০) সিলেট জেলার জৈন্তা উপজেলার বনপাড়া এলাকার মৃত ননূরুল আমিনের ছেলে।
শনিবার ২২ নভেম্বর রাত সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাসির সময় আহমদ পরিবহণের একটি বাস থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply