ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সকাল ১০টায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর আয়োজনে উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
” সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল ডায়াবেটিক সমিতির সভাপতি ডা: মতিউর রহমানের সভাপতিত্বে ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম খান, নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী, সাংবাদিক অর বিন্দ পাল অখিল, ডায়াবেটিক সমিতির সদস্য এমদাদুল হক প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় নান্দাইল ডায়াবেটিক সমিতির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply