কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক মো. লিটন মিয়া (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার, ৫ নভেম্বর বিকেলে উপজেলার রামপুর বাজার এলাকায় অন্যের অটোরিকশা চুরির উদ্যোগ ও আক্রমনের দায়ে তাকে এ বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. লিটন মিয়া সদর উপজেলার লতিবপুর বাজার এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেয়। পরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বিডিচ্যানেল ফোরকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply