কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে দুটি এয়ারগান ও দুটি রাম দা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল।
সোমবার, ২১ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া মাইঝপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সেনা উপস্থিতি টের পেয়ে ফার্মের মালিক আনোয়ার হোসেন পালিয়ে যান।
আনোয়ার হোসেন উপজেলার নোয়াপাড়া মাইঝপাড়া গ্রামের মৃত মেন্দু ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত।
উদ্ধার করা এসব অস্ত্র বাজিতপুর থানায় জমা দেয়া হয়েছে বলে বাজিতপুর থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply