কিশোরগঞ্জের বাজিতপুরে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ২০ অক্টোবর দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিলভ
নিহত নিবু মিয়া (৬০) বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
প্রতিবেশিরা জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন নিবু মিয়া। পরে রাতে আর তিনি বাড়ি ফিরেননি। রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
পরে রবিবার দুপুরে তার মরদেহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়।
বাজিতপুর থানার ওসি বিডিচ্যানেল ফোরকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply