ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ। আগামীকাল সোমবার (৭ অক্টোবর) গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বর্ষপূর্তির একদিন আগে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে এই বিক্ষোভ মিছিল হয়। একইসঙ্গে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানান ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীরা।
ইসরাইলের এই বর্বরতার বর্ষপূর্তি আগামীকাল সোমবার। এক বছর ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯৬ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২৩ মিলিয়ন বাসিন্দা।
Leave a Reply