1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

এখন থেকে সংশ্লিষ্ট উপজেলায়ই হবে এনআইডি সংশোধন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

 

নির্বাচন কমিশন সচিব (ইসি) শফিউল আজিম বলেছেন, উপজেলা কার্যালয়েই পাওয়া যাবে জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন সমস্যার সমাধান। 

সোমবার , ৩০ সেপ্টেম্বর নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনলাইন বৈঠকের আগে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

একজনের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীকে ইসিতে আসতে হয়, এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সচিব বলেন, এখন থেকে এসব আপডেট করার জন্য আর ঢাকায় আসতে হবে না।  উপজেলা কার্যালয়েই সমাধান পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। 

২০১৫ সালে ভোটার হওয়ার পর সম্প্রতি এক ব্যক্তি পুনরায় ভোটার হতে পেরেছেন-এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ হলে কর্মকর্তারা ফিঙ্গার প্রিন্ট ওলটপালটের কথা বলেন। বাম হাতের জায়গায় ডান হাত ব্যবহার করেন। 

এ সময় সচিব বলেন, বাম হাত ডান হাতের বিষয় তো পরে। পায়ের আঙুল দিয়েও নাকি ভোটার হচ্ছে। পায়ের আঙুল দিয়েও ভোটার হয়। ফিঙ্গার প্রিন্ট যেখানে নেওয়া হচ্ছে, সেই জায়গা সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। এই সিস্টেমে যেহেতু ঘাটতি ছিল এগুলোই আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি। এগুলোই তো হলো সংস্কার করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং